কেমন আছেন মুস্তাফিজ, যা বললেন শান্ত
গতকাল (সোমবার) শেষ ওয়ানডেতে বাংলাদেশের জন্য যেন শনিই ভর করেছিল পুরোদমে। লঙ্কানদের ব্যাটিং ইনিংস চলাকালে টাইগারদের মোট ৪ ক্রিকেটার ইনজুরির কবলে পড়েছেন। এদের মাঝে এনামুল হক বিজয় মাঠে ফিরে এলেও মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং জাকের আলি অনিক আর মাঠে ফিরতে পারেননি। জাকেরকে নেওয়া হয়েছে হাসপাতাল পর্যন্ত।