কলম্বিয়ার দাপুটে দিনে সমতায় প্রথমার্ধ পার ব্রাজিলের
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ দেখে ব্রাজিলের ভক্তরা কিছুটা হলেও স্বান্তনা পেতেই পারেন, আমাদের একজন রাফিনিয়া ছিল। পুরো প্রথমার্ধের চাপের মুখে থেকেও ব্রাজিলের লিড নেয়ার মূল কারিগর তো বার্সেলোনায় খেলা এই উইঙ্গার।