• 18 May, 2024

সেপ্টেম্বরের প্রথম চার দিনে ৯ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে

সেপ্টেম্বরের প্রথম চার দিনে ৯ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে

চলতি মাসের প্রথম চার দিনে সারা দেশে ৯ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।  

১ সেপ্টেম্বর সারা দেশে চার জনের মৃত্যুর কথা জানানো হয়। ওইদিন আরও জানানো হয় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

২ সেপ্টেম্বরের সংবাদ বিজ্ঞপ্তিতে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানায় ২৪ ঘণ্টায় রেকর্ড ২১ জনের মৃত্যু হয়েছে। ওইদিন  ২৩৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হন বলেও জানানো হয়।  

৩ সেপ্টেম্বর ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যুর কথা জানানো হয়। হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৬০৮ জন। 

সর্বশেষ গতকাল ৪ সেপ্টেম্বর ডেঙ্গুতে ১২ জনের মৃত্যুর কথা জানায় হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৮২৩ জন। 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৪৬ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।