• 21 Nov, 2025

রোদ-বৃষ্টিতে থেমে নেই নড়াইলের স্বপন কন্ডু পত্রিকা বিক্রি

রোদ-বৃষ্টিতে থেমে নেই নড়াইলের স্বপন কন্ডু পত্রিকা বিক্রি

স্টাফ রিপোর্টার : রূপগঞ্জ বাজারের পরিচিত মুখ পত্রিকা বিক্রেতা স্বপন কণ্ডু (৫৭)। প্রতিদিন সকালেই হাটবাড়িয়া গ্রাম থেকে সাইকেলে করে শহরে আসেন তিনি। প্রায় তিন দশক ধরে রোদ–বৃষ্টি–ঝড় উপেক্ষা করে পত্রিকা পৌঁছে দিচ্ছেন দোকান থেকে দোকানে।

স্বপন কণ্ডু বলেন, “দিনটা শুরু হয় পত্রিকা নিয়ে। অনেক কষ্ট আছে, কিন্তু এই কাজটাই আমার জীবন।” স্থানীয়দের মতে, স্বপন কণ্ডুর মতো মানুষরা শহরের সংবাদ পরিবেশনে নীরবে বড় ভূমিকা রাখছেন। তাকে দেখে নতুন প্রজন্মের অনেকেই এখনও নিবেদিতভাবে কাজ করার অনুপ্রেরণা পান।