• 09 Oct, 2025

নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫: টিকা পাবে দুই লাখের বেশি শিশু

নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫: টিকা পাবে দুই লাখের বেশি শিশু

১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে এক মাসব্যাপী টিকাদান কার্যক্রম, সাংবাদিকদের সহযোগিতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক॥ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে নড়াইলে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন, যার মাধ্যমে জেলার দুই লাখেরও বেশি শিশুকে টিকার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পি।

এ সময় ইপিআই অফিসার মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে নড়াইল জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ২ লাখ ১৩ হাজার ৭১৫ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এর মধ্যে প্রায় ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী স্কুল পর্যায়ের।

সভায় টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে করণীয় ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সঙ্গে টিকা সম্পর্কিত কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়।