শোডাউনের নেতৃত্ব দেন নড়াইল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ। শোডাউনে বক্তব্যে তিনি বলেন, “দেশের যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। নারীদের শুধু সমান অধিকার নয়, অগ্রাধিকারও নিশ্চিত করা হবে। হিন্দু-মুসলমান সবাই মিলে উন্নয়নের পথে এগোব।”
তিনি আরও উল্লেখ করেন, “নড়াইল-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে কালভার্ট ও ব্রিজগুলো জরুরি। জনগণের সমর্থন পেলে এগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।”
শোডাউনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান সাহেব, জেলা জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ হেলালউদ্দীন মন্ডল, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নুরুন্নবী সাহেব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, কালিয়া থানা সভাপতি মাওলানা আলী হুসাইন, থানা সেক্রেটারী মুহাম্মদ মুহসীন কাজী, নড়াগাতী থানা সভাপতি মাওলানা হুসাইন আহমাদ, থানা সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালিয়া থানা শাখার সভাপতি মাওলানা আবুল হাসান ও নড়াগাতী থানা শাখার সভাপতি মাওলানা হাসিবুল ইসলাম।
শোডাউনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কালিয়া থানা শাখার সহ-সভাপতি হাফেজ খবির উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস। বক্তারা বলেন, “জনগণের ভোটের মাধ্যমেই ন্যায্য সমাজ গঠন সম্ভব। এজন্য হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে জয়ী করতে হবে।”