দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী তাঁদের উদ্ভাবনী প্রযুক্তি প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপী এই আয়োজনে লাইন ফলোয়িং রেস, রোবো সকার, মিনি সকার এবং প্রোডাক্ট ও প্রজেক্ট শোকেসসহ নানা প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এই জমজমাট প্রতিযোগিতার মধ্যেই বিশেষ দৃষ্টি আকর্ষণ করে নিটারের শিক্ষার্থীদের তৈরি স্বয়ংক্রিয় কফি প্রস্তুতকারী যন্ত্র “CLKBX Automated Coffee Vending Machine”।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ইন্টারনেট অফ থিংস (IoT) প্রযুক্তি সমৃদ্ধ এই মেশিনটি শিক্ষার্থীদের নিজস্ব গবেষণা, উদ্ভাবনী চিন্তা এবং হার্ডওয়্যার–সফটওয়্যারের সমন্বয়ে নির্মিত। মেশিনটি অর্ডার গ্রহণ থেকে শুরু করে কফি প্রস্তুত ও পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম। রিয়েল-টাইম তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেন্সর-ভিত্তিক সেফটি ব্যবস্থা এবং OLED ডিসপ্লের মাধ্যমে ব্যবহার–বান্ধব ইন্টারফেস প্রদানের মতো বৈশিষ্ট্যের কারণে প্রদর্শনীতে উপস্থিত বিচারক ও দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে প্রকল্পটি। প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং ব্যবহারিক গুরুত্ব বিবেচনায় এই উদ্ভাবনী প্রজেক্টকে বিচারকমণ্ডলী দ্বিতীয় রানার-আপ হিসেবে ঘোষণা করেন।
প্রকল্পটি উদ্ভাবন ও নির্মাণ করেন নিটারের শিক্ষার্থী মো: ফরহাদ হোসেন মুন, হাসিবুল হাসান মুবিন, মো: মাহমুদুল ইসলাম, মো: আম্মার বিন মহসিন এবং মোহাম্মদ আলী। প্রদর্শনীতে তাঁদের সঙ্গে ছিলেন ফাহিম আহমদ ওসমানী, আব্দুল্লাহ আল মনসুর জিদান, মো: সাদিকুর রহমান, মো: ওয়াহিদ ফারহান এবং মীর আবু কাশেম। দলীয় সমন্বয় ও নেতৃত্বের মাধ্যমে তাঁরা প্রকল্পটির মূল প্রযুক্তিগত দিক দর্শকদের সামনে উপস্থাপন করেন।
প্রকল্পের কর্ণধার মো: ফরহাদ হোসেন মুন জানান, প্রযুক্তি কখনো কর্মসংস্থান কমিয়ে দেয় না, বরং নতুন দক্ষ মানবসম্পদের চাহিদা তৈরি করে। তিনি মনে করেন, বিশ্ব প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও দ্রুত অটোমেশন, রোবোটিক্স ও স্মার্ট সিস্টেমের দিকে অগ্রসর হচ্ছে এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা দেশের এই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে পারে।
ফেস্টে আগত দর্শকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের হাতে কলমে প্রযুক্তি শেখার সুযোগ সৃষ্টি করে এবং উদ্ভাবনী চিন্তা বাড়িয়ে দেয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর আরও বিস্তৃত পরিসরে ও আরও বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে রোবোটিক্স ফেস্টকে আরও সমৃদ্ধভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।