সোমবার (০৩ জুন) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন তিনি। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সহ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গত ২৮ এপ্রিল মাইজপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সফুরা খাতুন বেলী চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারী নবনির্বাচিত চেয়ারম্যানের স্বামী জসিম মোল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ উপ-নির্বাচনে অংশ নেন তিনি।