জেলার খবর মাইজপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ 03 Jun, 2024 5 mins read 550 views নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন বেলী শপথ গ্রহণ করেছেন।
জেলার খবর মাইজপাড়া ইউনিয়ন উপনির্বাচনে প্রয়াত জসিমের স্ত্রী চেয়ারম্যান নির্বাচিত 28 Apr, 2024 10 mins read 950 views সফুরা খাতুন বেলী আনারস মার্কায় ৫ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকতম প্রতিদ্বন্দি সাবেক চেয়ারম্যান মো: জিল্লুর রহমান পেয়েছেন ২৭৮০ ভোট, মো: শাফায়েত কবীর পেয়েছেন ১৭৫০ ভোট , মো: মুকুল শরীফ পেয়েছেন ১১৭৪ ভোট এবং শহিদুর রহমান ফরাজী পেয়েছেন ৩৬৯ ভোট এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েও মো: জিল্লুর রহমান অটোরিক্সা মার্কায় ভোট পেয়েছেন ৭৫ ভোট। Read More