“তুলি আর রঙে গ্রামীণ জীবনের মহাকাব্য: চিত্রশিল্পী সুলতানের ৩১তম প্রয়াণ দিবস পালিত”
গ্রামীণ জীবনের ঘাম-গন্ধ মিশে থাকা ক্যানভাসে তিনি তুলির আঁচড়ে এঁকেছিলেন বাংলার মেহনতি মানুষের শক্তি, সৌন্দর্য ও অস্তিত্বের মহাকাব্য। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান— যাঁর রঙে ফুটে উঠেছিল বাংলার মাটি, মানুষ আর শ্রমের সিম্ফনি। আজ তাঁর প্রয়াণের ৩১ বছর পরও নড়াইলের আকাশে ভেসে বেড়ায় সেই সুলতান চেতনা- যে চেতনা এখনো প্রেরণা জোগায় শিল্পী, কৃষক, সংস্কৃতিপ্রেমী সবাইকে।