জন্মই যেন জন্ম সৃষ্টি -এএইচএম নোমান
জন্ম মৃত্যু এস-ব হিসেব নিকেশের কোন বালাই নাই। তাঁর জীবন চলার পথে ছিল শুধু জন্ম - সৃষ্টিতে এগিয়ে চলার ধ্যান. চিন্তা ও গভীর অনুশীলন। কূটনীতিতে, মানব-সম্পদ, গ্রাম-গ্রামান্তরে ক্ষেতে খামারে, ধ্বংস-সৃষ্টিতে, মুক্তি-স্বাধীনতা, সংস্কার-পরিবর্তনের আপোষহীন ও বঞ্চিতের একজন পথিকৃত-সমন্বয়ক সংগঠক ছিলেন। পাহাড়-সমুদ্র-উপকূলীয় প্রভাবেই লেখাপড়ার ছন্দ।