নড়াইলে আলিপ হত্যার রহস্য উদঘাটন: দুই ঘাতক গ্রেফতার

“নিখোঁজের মাত্র দুই দিন পরই উদঘাটন হলো নড়াইলের কিশোর ইজিভ্যান চালক আলিপ হত্যার রহস্য। পুলিশের এক ঘণ্টার টানা অভিযানে গ্রেফতার হয়েছে দুই ঘাতক-যারা ঘুমের ওষুধ মিশিয়ে নির্মমভাবে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে লাশ। ব্যাটারি বিক্রি করে পালানোর সময় ধরা পড়ে তারা।”