নড়াইল জমিদার আমলের স্থাপত্য ও ইতিহাসের সাক্ষী বেলে পাথরের সর্বমঙ্গলা কালী মন্দির
নড়াইল শহরের শিবশংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে, জমিদার আমলের এক নির্মল নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে বেলে পাথর দিয়ে নির্মিত সর্বমঙ্গলা কালী মন্দির। এই মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনায় কেন্দ্র নয়-এটি স্থানীয় ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক স্মৃতির এক জীবন্ত প্রতিনিধি। আজও এই মন্দির তার সৌন্দর্য, সময়ের টিকে থাকা দৃঢ়তা ও ঐতিহ্যের গৌরবে দর্শনার্থীদের মুগ্ধ করে।
 
                         
     
    