নড়াইলের লোহাগড়া উপজেলায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সংঘর্ষ, বাড়িঘরে হামলা, লুটপাট ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকারকে প্রশ্নের মুখে ফেলেছে।
নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের নিকট হতে মনোননপত্র সংগ্রহ করেন।