শনিবার (৩০ডিসেম্বর) বিকালে নওপাড়া ইউনিয়নের জমাদার কান্দি, গিয়াসউদ্দিন হাওলাদারের কান্দি, মুন্সী কান্দি, সিকদার কান্দি, খালাসী কান্দি, শিপসন বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুরুজ জমাদার,আল আমিন জমাদার, সুমন, ফাহিম জমাদার, শাহালম মেলকার, মহিউদ্দীন মল্লিক, কাশেম মেলকার, নজরুল গাজী, হানিফ হাওলাদার প্রমুখ। তিনি নওপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি এ সময় পথচারীর সাথে শুভেচ্ছা বিনিময করেন এবং কুলা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।