লন্ডনে বিমানবন্দরে তারেক রহমান, সফরসঙ্গী হলেন যারা
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন।
স্টাফ রিপোর্টার ॥ ফ্যাসিবাদ খুনি সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোসররা দেশ ধ্বংস করে এবং দেশের সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। তারা দেশের সকল সেক্টরে দুর্নীতি করে দেশকে ধ্বংস করেছে। প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে ও এ দেশের উন্নয়ন অপ্রগতির জন্য ৩১ দফা বাস্তবায়ন জরুরী।
রবিবার নড়াইল জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথমপর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বলেন।
তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এবং আগামিতে বিএনপি’র নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
রোববার (১৬ ফেব্রয়ারি) সকাল ১১টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান।
জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে বক্তব্য দেন বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগাঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
বিগত দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে জেল জুলম হামলা মামলা থেকে মুক্ত পরিবেশে এ কাউন্সিলকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্ঠি হয়।
প্রার্থীদের ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে শহররের অলিগলি রাজপথ। দ্বি-বার্ষিক এ কাউন্সিলে বিএনপি’র জেলার মোট ৭টি ইউনিটের ৭০৭জন কাউন্সিলর নেতা নির্বাচনে সরাসারি ভোট দিচ্ছেন। জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ ভোট হচ্ছে। সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোট ৪জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ অক্টোবর নড়াগাতি থানা, ২৬ অক্টোবর লোহাগড়া থানা ও পৌর, ২৭ অক্টোবর সদর থানা, ১৭ নভেম্বর কালিয়া থানা ও পৌর এবং ২০২৫ সালের ১৮ জানুয়ারী নড়াইল পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এসব কাউন্সলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচন করা হয়। পরে প্রত্যেক ইউনিটের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়। জেলার মোট ৪টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।
এই নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ জিপি। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট এসএম আব্দুল হক পিপি , এডিশনাল পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ নতুন মোড় নিয়েছে। এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের প্রার্থী হওয়ার ঘোষণার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে সরকারিভাবে বিশেষ গানম্যান (নিরাপত্তারক্ষী) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।