• 25 Dec, 2025

শেখ হাসিনার শাস্তির দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ হাসিনার শাস্তির দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ গণহত্যাকারী খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের উপযুক্ত শাস্তির দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে উপযুক্ত শাস্তির দাবীতে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি নড়াইল চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।

01-18.jpgএ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, মুজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফছিয়ার রহমান,সদস্য সচিব খন্দকার মনজুরুল সাঈদ বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সায়দাৎ কবীর রুবেল, ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ।  

এ সময় বিএনপি'র জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, গত ১৫ বছর বাংলাদেশ রক্তের স্রোতের ওপর পরিচালিত হয়েছিল। একটি দানবীয় স্বৈরশাসক বাংলাদেশকে গণহত্যা ও গুম-খুনের রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই। অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত এনে দ্রুত বিচার কাজ শেষ করতে হবে। নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে দেশের শত শত নিরীহ ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টাকায় কেনা বুলেট আমাদের সন্তানদের বুকে চালানো হয়েছে।  

বক্তারা আরও বলেন, জনতার তোপের মুখে গণখুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো সর্বক্ষেত্রে তার দোসররা রয়েছে। খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এবং তার দোসরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দেশের সাধারণ মানুষ এই গণখুনিদের কখনো ক্ষমা করবে না।