• 04 May, 2024

প্রেসক্লাবের সামনে মেট্রো লাঞ্চ হোটেলে ৩ টুকরো মাংস তিনশত টাকা,খাবার ও নিম্নমানের

প্রেসক্লাবের সামনে মেট্রো লাঞ্চ হোটেলে ৩ টুকরো মাংস তিনশত টাকা,খাবার ও নিম্নমানের

প্রেসক্লাবের সামনে মেট্রো লাঞ্চ হোটেল-রেস্তোরাঁগুলোতে নিম্নমানের খাবার বিক্রি করলেও তা থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত মূল্য।প্রেসক্লাবের আশেপাশে অসংখ্য হোটেল-রেস্তোরাঁ গড়ে উঠেছে।

এসব হোটেল-রেস্তোরাঁগুলো সহজ সরল মানুষকে প্রতারিত করে নিম্নমানের খাবার বেশি দামে বিক্রি করছে এমন অভিযোগ অহরহ।মেট্রো লাঞ্চ হোটেল পার্শ্ববর্তী হোটেলের চেয়ে প্রায় তিনগুন বেশি মূল্যে বিক্রি করছে প্রতিটা খাদ্যসামগ্রী।

এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেট দুনিয়ায় তোলপাড় হয়েছে মেট্রো লাঞ্চ হোটেল নিয়ে। ভোক্তারা জানান,মেট্রো লাঞ্চ হোটেলে ৩ টুকরো মাংস তিনশত টাকা,তার মধ্যে ১ টুকরো মাংস শুধু হাড্ডি থাকবে।১ টুকরো মাংস পরিবর্তন করতে বলাতে মেসিয়ার রেগে গেল। ৩ টুকরো মধ্যে নাকি ১ টুকরো হাড্ডি থাকবে এটা তাদের হোটেলের নিয়ম।পাশাপাশি প্রেসক্লাবের সামনে অন্যান্য হোটেলগুলোতে একই খাদ্যসামগ্রী যে দামে বিক্রি হচ্ছে,তার চেয়ে অনেক বেশি দামে মেট্রো লাঞ্চ হোটেলে বিক্রি হচ্ছে। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ আসে বিভিন্ন কাজের জন্য। এ সুযোগে মেট্রো লাঞ্চ হোটেল অধিক মূল্য নিচ্ছে খাদ্যসামগ্রী থেকে। এদিকে মূল্যের তুলনায় খাবারের গুণগত মান অনেকটাই নিম্নমানের বলেও অভিযোগ করেছেন ভোক্তরা। এছাড়া মাছ-মাংস,ডিম,বিরিয়ানি,ভাত কোনো নিয়মনীতি ছাড়াই অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন আসা ভোক্তাবৃন্দ প্রতারিত হচ্ছে। মেট্রো লাঞ্চ হোটেল সিন্ডিকেট করে অতিরিক্ত মূল্য নিচ্ছে। এই মেট্রো লাঞ্চ হোটেলটা প্রেসক্লাবের সামনে থাকার কারনে অন্যান্য হোটেলগুলো থেকে বেশি প্রতারণায় মেতেছে।