• 13 May, 2024

নড়াইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

নড়াইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার বেলা ১১টার দিকে কালিয়া উপজেলাবাসী আয়োজনে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের কুশপতুল জ্বালিয়ে বিক্ষোভ ও মিছিল করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, বাবর আলী, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সেক্রেটারি ইয়াসিন জনিসহ অনেকে।


বক্তারা অভিযোগ করে বলেন, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ কালিয়ায় যোগদানের পর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাৎ, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নীতি-নৈতিকতা বিরোধী কাজ করে যাচ্ছেন। এমনকি বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি।

এই চিকিৎসকের অপসারণে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, শশাঙ্ককে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অফিস টাইমের বাইরে নারী সহকর্মীকে নিয়ে ঘুরতে যাওয়ায় গত ২৮ জানুয়ারি ডাক্তার শশাঙ্ক চন্দ্র শোকজের মুখে পড়েন। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়।

এছাড়াও ৬ ফেব্রুয়ারি কালিয়া উপজেলার ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতিও তার বিরুদ্ধে জেলা সিভিল সার্জন বরাবর অনিয়মের অভিযোগ দায়ের করেন।

এসব অভিযোগ নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন শশাঙ্ক চন্দ্র ঘোষ। সেখানে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন। তবে কয়েকটি বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি।


মানববন্ধন ও অভিযোগ নিয়ে শশাঙ্ক চন্দ্র ঘোষ  বলেন, “কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যার কোনো ভিত্তি নেই।”

এ বিষয়ে জেলা সিভিল সার্জন সাজেদা বেগম পলিন বলেন, “ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের বিরুদ্ধে কালিয়া পৌরসভার প্যানেল মেয়র, ফার্মেসি মালিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি কাছ থেকে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত এবং মৌখিকভাবে জানানো হয়েছে।”

সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার খুরশিদ আলম বলেন, “নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্কের বিরুদ্ধে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”