• 26 Dec, 2025

নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো অপহরণ নাটক, ভিকটিমসহ চারজন গ্রেপ্তার

নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো অপহরণ নাটক, ভিকটিমসহ চারজন গ্রেপ্তার

নড়াইলে জলমহল দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে অপহরণ নাটক সাজিয়েছিলেন ইব্রাহিম মোল্যা ও তার পরিবার। ঘটনাটি তদন্ত করে সত্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় কথিত ভিকটিমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে সাজানো অপহরণ নাটক ফাঁস করেছে পুলিশ। এ ঘটনায় কথিত অপহৃত ভিকটিম ইব্রাহিম মোল্যা (৩৮), তার স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামের ইব্রাহিম মোল্যাকে তিনজন ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে—এমন অভিযোগ করেন তার স্ত্রী ইরানী খাতুন। তিনি থানায় জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, একটি জলমহল দখল সংক্রান্ত পূর্বশত্রুতা এবং চলমান হত্যা মামলার জের ধরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনা ঘটিয়েছে। পরে ইব্রাহিমের স্ত্রী ও পরিবারের পক্ষ থেকে মানববন্ধন, জিডি ও মামলা করার জন্য নানা চাপ প্রয়োগ করা হয়।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সংবেদনশীল এ বিষয়ে পুলিশের সাইবার টিমসহ একাধিক ইউনিট একযোগে তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোররাতে যশোর কোতোয়ালী থানার বকচর বিহারী কলোনী থেকে ইব্রাহিম মোল্যাকে উদ্ধার করা হয়। তবে তদন্তে বেরিয়ে আসে, তিনি আদতে অপহৃত হননি; বরং নিজের ভায়রা ভাই ডালিম হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন, জলমহল সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে পরিকল্পনা করে তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন।

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে সহযোগী স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকেও নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।