নড়াইলকণ্ঠ : নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় মদিনা ফুড নামের একটি বেকারিতে অনুমোদনহীনভাবে একাধিক খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
দপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে একটি মাত্র পণ্যের অনুমোদন নিলেও গত পাঁচ বছর ধরে একাধিক পণ্য উৎপাদন করে আসছিল। এছাড়া পণ্যের মোড়কে মূল্য তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন চলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা অনুযায়ী বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় বেকারির পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। ভবিষ্যতে সব পণ্যের জন্য বিএসটিআই অনুমোদন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে মালিককে।
অভিযানকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার প্রতিনিধি, সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।