• 09 May, 2024

নড়াইলে নাশকতার মামলায় বিএনপি’র ১২ নেতাকর্মী কারাগারে

নড়াইলে নাশকতার মামলায় বিএনপি’র ১২ নেতাকর্মী কারাগারে

হাইকোর্টের আগাম জামিনে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে মামলার অপরাধ বিবেচনায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে নড়াইল আদালতে নতুন করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ দিন জেলা ও দায়রা জজ আলমাস হোসেন মৃধা মামলার অপরাধ বিবেচনায় জামিন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত সংসদ নির্বাচনের আগে ৩১ অক্টোবর একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪২ দিনের আগাম জামিনে ছিলেন বিএনপি’র নেতাকর্মীরা। জামিনের শেষ দিন ছিল ৩ এপ্রিল।

কারাগারে পাঠানো হয়েছে সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোজাহিদুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চুসহ ১২ নেতাকর্মীকে।