বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নড়াইল সদর পৌর শাখার ৩নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মহিষখোলা বালুর মাঠ এলাকায় এ সভা বসে।
ওয়ার্ড মহিলা দলের সভাপতি মোসাম্মৎ কাজল লতার সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “প্রতিটি ঘরে ঘরে গিয়ে মহিলাদের বিভ্রান্তি দূর করতে হবে। যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের প্রতিহত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ।”
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভাপতি মিসেস শিরিন জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল নগর বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা দল ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইরানী আক্তার। কর্মীসভায় শতাধিক স্থানীয় কর্মী ছাড়াও বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।