• 01 Nov, 2025

নড়াইলে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইলকণ্ঠ : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪,০০০ (চার হাজার) টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে বিশ্বাস ট্রেডার্সকে ২০০০ টাকা ও সেলিম স্টোরকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হাসান এই অভিযান পরিচালনা করেন। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় উক্ত জরিমানা প্রদান করেন।

অভিযান চলাকালে অভিযুক্ত দোকানদারদের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সেক্রেটারী, অধিদপ্তরের অফিস সহকারী বিউটি খানম ও স্থানীয় পুলিশ সদস্যবৃন্দ।

অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, “ক্রেতা ও বিক্রেতা উভয়েরই সচেতন হওয়া প্রয়োজন। বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্রয়ের সময় পণ্যের মেয়াদ, বিএসটিআই লোগো এবং মূল্য তালিকা যাচাই করা অত্যন্ত জরুরি। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোই এই অভিযানের মূল উদ্দেশ্য।”

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সচেতনতা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।