• 26 Dec, 2025

নড়াইলে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে “সততার সংঘ” এর শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

“দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা [গ্রুপ ‘ক’] “সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়” এ বিষয়ের উপর এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা “দেশপ্রেম ও মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ”

“এছাড়া “দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের মনোভাব” এর উপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। উভয় ক্যাটাগরি প্রতিযোগিতায় ৪০ মিনিট সময় বেধে দেয়া হয়।”

04-25.jpg
 

“রচনা প্রতিযোগিতায় “ক” গ্রুপে প্রথম বিজয়ী নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহিমা জামান কথা, ২য় একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির নুজহাত তায়্যেবা, ৩য় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের রুদ্র প্রতাপ রায় এবং “খ” গ্রুপে প্রথম নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজয়ী তাজদিয়া বিনতে জিয়া, ২য় একই বিদ্যালয়ের জয়ীতা বকসী আচঁল এবং ৩য় ফারিহা ইসলাম।”

“চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম বিজয়ী নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহিমা জামান কথা, ২য় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাক্ষর বিশ্বাস, একই বিদ্যালয়ের ৩য় তীর্থ দাস।”

“রচনা প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে ছিলেন সদর উপজেলা আইসিটি অফিসার জয়ন্ত কুমার মন্ডল, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক সাজ্জাদ হোসেন এবং সহকারি পরিদর্শক জুলকার নাঈন।”

05-21.jpg

“চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে ছিলেন এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্ত্রা মখার্জী, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজারসজল বিশ্বাস।”

“দুর্নীতিবিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠানে নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন জাহান আক্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা (ভ্রাপ্রাপ্ত) মো: মহিউদ্দিন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আল-আমীন, উপ-সহকারি পরিচালক কৃঞ্চপদ বিশ্বাস প্রমূখ। ”

02-37.jpg“আলোচনা শেষে অতিথিবৃন্দ দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ ও  ক্রেস্ট তুলে দেন বিজয়ী শিক্ষার্থীদের হাতে।” 

এ সময় ৭০ জন শিক্ষার্থী , শিক্ষক, অভিভাবক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।