• 26 Dec, 2025

নড়াইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নড়াইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নড়াইলকণ্ঠ ডেস্ক: চাকরিতে ১৪তম গ্রেড এবং ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নড়াইলের স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন। বক্তারা অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানান এবং দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য দেন , আমিনুর রহমান – সভাপতি, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন, নড়াইল জেলা শাখা আনিচুর রহমান শরীফ – সাধারণ সম্পাদক,  রওশন আরা – সাংগঠনিক সম্পাদক, মুর্শিদা আক্তার – সহ-সভাপতি, সদর উপজেলা কমিটি, সুজিত কুমার বিশ্বাস – সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা কমিটি, 

  • স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি সংক্ষেপে:
    চাকরিতে ১৪তম গ্রেড এবং ‘টেকনিক্যাল পদমর্যাদা’ প্রদান।
  • পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
  • প্রশিক্ষণ ছাড়াই সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা।
  • বেতন স্কেল পুননির্ধারণে টাইম স্কেল ও উচ্চতর স্কেল সংযুক্ত করা।
  • ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি প্রদান।
  • পূর্বের সকল দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা।

এ সময় সদর উপজেলার ৩৯টি ইউনিয়নের শতাধিক স্বাস্থ্য সহকারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই দাবি শুধুমাত্র তাঁদের পেশাগত মর্যাদা ও ন্যায্যতার প্রশ্ন, এর বাস্তবায়ন স্বাস্থ্যসেবা ব্যবস্থাকেই আরও শক্তিশালী করবে।

তাদের বার্তা ছিল স্পষ্ট: "দাবি না মানলে রাজপথেই থাকবে আমাদের অবস্থান!"