• 03 Jul, 2024

নড়াইল পৌরসভার প্রায় ৮২ কোটি টাকার বাজেট ঘোষণা, উপস্থিত ছিলেন না ১১জন কাউন্সিলর!

নড়াইল পৌরসভার প্রায় ৮২ কোটি টাকার বাজেট ঘোষণা, উপস্থিত ছিলেন না ১১জন কাউন্সিলর!

স্টাফ রিপোর্টার ॥ নড়াইল পৌরসভার ১১জন কাউন্সিলরদের অনুপস্থিতিতে এ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আঞ্জুমান আরা। বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে।

রবিবার (৩০ জুন) দুপুরে নড়াইল পৌর ভবন সভাকক্ষে বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

এ সময় পৌর মেয়র আঞ্জুমান আরা এ বাজেট জনবান্ধব ও জনঅংশগ্রহণমূলক হয়েছে বলে দাবী রেখে বলেন, আগামি অর্থবছরে পৌরনাগরিকদের কাঙ্খিত আশা পূরণের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া নড়াইল পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অর্ন্তভূক্ত হতে যাচ্ছে। বিশ^ব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে।

এ সময় সাংবাদিকরা পৌরসভার ১১জন কাউন্সিলরদের অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে মেয়র কাউন্সিলরদের অনুপস্থিতির কারন অন ক্যামেরা দেননি। পৌর কাউন্সিলরদেও অনুপস্থিতির কারন সম্পর্কে এক কাউন্সিলরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জনান আজকের পৌর বাজেট অধিবেশনের আমরা কেন উপস্থিত হই নাই তার ব্যাখ্যা আমরা ১১জন সরাসরি মিডিয়ার সামনে দিবো। আমরা আপনাদের ডাকবো।  

02-17.jpg১১জন কাউন্সিলরদের অনুপস্থিতিতে বাজেট আলোচনায় অংশগ্রহণ করেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পিপি এ্যাডভোকেট ইমদাদুল হক, নড়াইল জেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর সরদার, হিসাব রক্ষক মোঃ সাইফুজ্জামান প্রমুখ।  

ঘোষিত বাজেটের উপর অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক মো: শাহ্ আলম, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক কার্তিক দাস, সাংবাদিক জিয়াউর রহমান জামী।  

এ সময় পৌরসভার কর্মচারী-কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।