• 30 Apr, 2024

নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ফৌজদারি অপরাধ : ইসি

নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ফৌজদারি অপরাধ : ইসি

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ ও মারধরের বিষয়টি ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

গত ১৫ এপ্রিল পাঁচ ঘণ্টার ব্যবধানে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ও তার ভাইসহ তিনজনকে অপহরণের অভিযোগ ওঠে। 

নাটোরের ঘটনাকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে জাহাংগীর আলম বলেন, ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং ভিকটিমকে উদ্ধার করেছে। দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। একজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ক্রিমিনাল অফেন্সের বিষয়টি বলা যেতে পারে সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে। 

তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আইনগত বিষয়টি দেখতে হবে। উনি মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন সে হবে নির্বাচন কমিশনের আওতায় । তারপর তার ওপর নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত আইন-কানুন পরিলক্ষিত হবে।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবীব এ অপহরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক।