• 25 Dec, 2025

লোহাগড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মনিরুল ইসলামের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত

লোহাগড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মনিরুল ইসলামের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম লোহাগড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঙ্গে লোহাগড়া উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে লোহাগড়া প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল ইসলাম।

লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব শিমুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, মনির খান, কাজী ইমরান, জাহিদুল ইসলামসহ অনেকে।

মতবিনিময় সভায় মো. মনিরুল ইসলাম বলেন, দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর দলের প্রতি আনুগত্য ও জনগণের ভালোবাসার কারণে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছি। এটি এই এলাকার মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিজেকে উৎসর্গ করতে চান তিনি।

তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজের গঠনমূলক আলোচনা, সমালোচনা ও পরামর্শ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রকে শক্তিশালী করে। এই যাত্রায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা তার জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধ রয়েছে। রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদের ভূমিকা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল ইসলাম।

এ সময় লোহাগড়া উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।