• 25 Dec, 2025

লোহাগড়ায় বিএনপির কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

লোহাগড়ায় বিএনপির কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বিএনপির কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার নোয়াগ্ৰাম ইউনিয়নের কলাগাছি বাজারের স্থানীয় বিএনপি কার্যালয় ভাংচুর, নেতাকর্মীদের বাড়ি ভাংচুর,  নগদ অর্থ লুট এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র ভাংচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে নোয়াগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সাবু সরদার বলেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নোয়াগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, নোয়াগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সমীর কুমার ঘোষ। নোয়াগ্ৰাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মোল্যা, নোয়াগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহাবুর মোল্যার নেতৃত্বে যুবলীগ নেতা শাহাবুর, ছাত্রলীগ নেতা কামাল শেখ, কৃষক লীগ নেতা গফফার শেখ, রেজাউল শেখ, কুদ্দুস শেখ, রহিম শেখ, আমিনুর শেখ, রিয়াজুল শেখ, পিয়াস শেখ, ইয়ানুর ফকির ও বাঁধন মোল্যা মিলে রামদা, স্যানদা ও কাঠের বাটাম দিয়ে নোয়াগ্ৰাম ইউনিয়নের কলাগাছি বাজারের স্থানীয় বিএনপি কার্যালয়, আর. কে. কে. জনতা মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্রসহ বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর ও নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাঁধা দিতে গেলে বিএনপি নেতাকর্মীদের ওপর তারা হামলা চালায়।

এ বিষয়ে আর. কে. কে.জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান৷  আওয়ামী লীগের লোকজন স্কুলে প্রবেশ করে চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে এবং দুইজন স্কুলের কর্মচারীর ওপর হামলা চালায়। অন্যান্য শিক্ষকরা ওই দুই কর্মচারীর জীবন বাঁচাতে তাদের একটি রুমে তালাবদ্ধ করে রাখে।

স্থানীয়রা জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন এ কথা নিয়ে কলাগাছি বাজারে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধরনের সমালোচনা ও গুজব ছড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে। বিএনপি নেতাকর্মীরা তাদের এসব গুজব ও সমালোচনার প্রতিবাদ করতে গেলে আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং স্থানীয় বিএনপি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে পালিয়ে যায়।