• 08 Oct, 2025

‘লাল কাপড়ে মোড়া স্টুডিওর আবেগে’ নস্টালজিক ইমরান

‘লাল কাপড়ে মোড়া স্টুডিওর আবেগে’ নস্টালজিক ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল তার সংগীত জীবনের আবেগ আর স্মৃতি তুলে ধরেছেন ভক্তদের সামনে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি তার প্রথম দিকের একটি 'গোছানো' স্টুডিওর কথা স্মরণ করেছেন, যেখানে বহু হিট গানের জন্ম।

ইমরান তার পোস্টে উল্লেখ করেছেন, এটি ছিল তার প্রথম দিকের মোটামুটি গোছানো একটি স্টুডিও। এর আগে যে স্টুডিওটি তিনি ব্যবহার করতেন, সেটি সাউন্ড প্রুফ ছিল না। অবশ্য, এই স্মৃতির স্টুডিওটিও পুরোপুরি সাউন্ড প্রুফ ছিল না, বরং এটি ছিল সেমি সাউন্ড প্রুফ।

নস্টালজিয়ায় ভেসে শিল্পী লিখেছেন, ‘লাল কাপড় দিয়ে আবৃত এই ষ্টুডিও এর আবেগ আর স্মৃতি এখনও মনে আছে।’ এই স্টুডিওর গুরুত্ব তুলে ধরে তিনি জানিয়েছেন, এখান থেকেই তৈরি হয়েছিল শ্রোতাপ্রিয় বহু গান। 

 

ইমরান পোস্টে আরও জানিয়েছেন, স্টুডিওটি ছিল মৌচাক-সিদ্ধেশ্বরী সংলগ্ন এলাকায়। শিল্পীর এই স্মৃতিচারণ ভক্তদের মধ্যে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। তারা কমেন্ট বক্সে নিজেদের প্রিয় গানের কথা উল্লেখ করে তাদের ভালো লাগা প্রকাশ করেছেন।