• 03 Nov, 2025

কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা

কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইলের কালিয়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার পৌরসভার সভাকক্ষে মেয়র মো. ওয়াহিদুজ্জাম হীরা বাজেটের শুভ সূচনা করেন।

পরে মেয়রের নির্দেশে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বাজেটে আগামী অর্থবছরে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১ কোটি ৯২ লক্ষ ৯০ হাজার টাকা, ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯২ লক্ষ ৬ হাজার টাকা। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেল ভাইস চেয়ারম্যান মো. মাহাবুবুল আলম, কালিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম বনিয়ার রহমান, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, কাউন্সিলর আমিন সরদার জুয়েল, কাউন্সিলর শিখা বেগম।