• 27 Apr, 2024

হাসপাতালের পথে খালেদা জিয়া

হাসপাতালের পথে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন।

খালেদা জিয়া সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

এর আগে, ১১ জানুয়ারি এভারকেয়ার হাসপাতালে টানা পাঁচ মাস চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া। পরে ২৯ দিন পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়।

তার আগে, গত বছরের ৯ আগস্ট গুরুতর অসুস্থ হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।

খালেদা জিয়া আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছেন।