• 20 May, 2024

বগুড়ায় অবরোধে ৩ মোটরসাইকেলে আগুন, গাড়ি ভাঙচুর

বগুড়ায় অবরোধে ৩ মোটরসাইকেলে আগুন, গাড়ি ভাঙচুর

বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী বাইপাস এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন অবরোধকারীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এছাড়া বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সদরের এরুলিয়ে থেকে কাহালুর দরগাহাটা পর্যন্ত অবরোধকারীরা একাধিক যানবাহনে ভাঙচুর চালায়। তারা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। পরে বগুড়া সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে কয়েক দফা ধাওয়া দিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সরেজমিনে দেখা গেছে, সকাল থে‌কেই ক‌য়েকশ বিএন‌পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী শাজাহানপুর উপজেলার বনানী এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক অব‌রোধ ক‌রে রা‌খে। তাদের অবরোধে ঢাকা থেকে আগত একাধিক যানবাহন আটকা পড়ে যায়। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে অবস্থান নেয়। এরপর শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন ছান্নু মোটরসাইকেলের বহর নিয়ে বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় আসেন। 

তারা সেখানে আসামাত্র দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয়প‌ক্ষ ইট পাটকেল নি‌ক্ষেপ ক‌রে। বেশ ক‌য়েক‌টি কক‌টেল বি‌স্ফোর‌ণের ঘটনাও ঘ‌টে। এ সময় অব‌রোধকারীরা তিন‌টি মোটরসাইকে‌লে আগুন লা‌গি‌য়ে দেয়। পাশাপা‌শি তারা পাঁচটি যানবাহনে ভাঙচুর চালায়।

ঘটনাস্থলে থাকা বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, কিছুক্ষণ আগে অবরোধকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।