• 18 May, 2024

৬ ঘণ্টা পর খাদে পড়া ট্রাকের নিচ থেকে ৩ মরদেহসহ অটোরিকশা উদ্ধার

৬ ঘণ্টা পর খাদে পড়া ট্রাকের নিচ থেকে ৩ মরদেহসহ অটোরিকশা উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্ঘটনার ৬ ঘণ্টা পর সড়কের পাশে খাদের পানিতে পড়ে থাকা একটি ট্রাকের নিচ থেকে ৩ জনের মরদেহসহ সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রগঞ্জের পূর্ববাজারে এ ঘটনা ঘটে।

 তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

স্থানীয় বাসিন্দা আহমেদ উল্যাহ  বলেন, প্রথমে সবাই ভেবেছিল শুধু ট্রাক খাদে পড়ে আছে। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে এলে ট্রাকের নিচে চাপা পড়া অটোরিকশার তিন যাত্রীর মরদেহ বেরিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়ে খাদের পানিতে পড়ে যায়। এভাবে সকাল থেকে ট্রাক ও অটোরিকশা খাদের পানিতে পড়ে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ট্রাকটি উদ্ধারে এগিয়ে আসে। এরপর অটোরিকশার চালকসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।