• 21 Sep, 2025

৫ দফা দাবিতে পেনশনার এন্ড রিটায়ার্ড এসোসিয়েশন এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

৫ দফা দাবিতে পেনশনার এন্ড রিটায়ার্ড এসোসিয়েশন এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর (শনিবার) বিকাল বাংলাদেশ শিশুকল্যান পরিষদ মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে অবসরপ্রাপ্ত গণকর্মচারীদের ৫ দফা দাবি তুলে ধরেন সদস্য সচিব মোহাম্মদ তোয়াহা।

দাবিসমূহ হচ্ছে: (১) অবসরপ্রাপ্তদের সরকারি হাসপাতালে সর্বোচ্চ প্রাধিকারে চিকিৎসা সুবিধা প্রদান’সহ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের আওতাভুক্ত করণ; (২) সকল গণপরিবহনে ভ্রমন সুবিধা নিশ্চিত করণ; মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম ১৫,০০০/-  টাকা প্রদান; দূরারোগ্য চিকিৎসার জন্য এককালিন ১০ লক্ষ টাকা অনুদান প্রদান; (৩) মাসিক মূল পেনশনের সমপরিমান বাড়ি ভাড়া ভাতা প্রদান; (৪) অবসরপ্রাপ্তদের জন্য সাশ্রয়ী মূল্যে রেশনিং ব্যবস্থা চালু; (৫) মৃত্যু জণিত কারনে পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান।

প্রতিনিধি সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ দাবি সমূহের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে তা পূরণে জাতীয় বেতন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সরকার গোলাম মোস্তফা, মোঃ কলিমুল্লাহ, নাজমা আক্তার, নূরুল আলম, আবদুল মান্নান, মোঃ জাহাঙ্গীর, চট্টগ্রাম প্রতিনিধি এটিএম শাহীন, আবদুল মুন্নাফ, কুতুব উদ্দিন সেলিম, বগুড়া প্রতিনিধি মোঃ আলী প্রমুখ।