• 21 Sep, 2024

যশোর-কালনা সড়কে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

যশোর-কালনা সড়কে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

নড়াইলকণ্ঠ:যশোর-কালনা সড়কের স্বপ্নবিথী পার্কের সামনে থেকে একটি ইজিবাইক ছিনতাই হয়েছে। ইজিবাইক চালকের মোবাইল ফোন সেটটিও ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারিরা।

বুধবার (০৭ ডিসেম্বরআনুমানিক সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলায় যশোর-কালনা সড়কে  ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছেইজিবাইক চালক মোহাবিবুর রহমান (১৮নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের মোহোসাইন শেখের ছেলে।সে লোহাগড়া পৌর এলাকা হতে ইজিবাইকে যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে স্বপ্নবিথী পার্কের নিকট আসলে কতিপয় অজ্ঞাত ব্যক্তি মারধর করে অজ্ঞান করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।
image-21.jpeg
এঘটনা ইজিবাইক চালকের পিতা মোহোসাইন শেখ স্থানীয় মারফত জেনে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে সড়কের পাশেঅজ্ঞান অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন এবং পরে এব্যাপারে লোহাগড়া থানায় একটি জিডি করেন।