নড়াইল সদরে শয়ন নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার!

মো: নাছিম শেখ: নড়াইলে শয়ন শেখ (১২) নামে এক শিশুর মৃত দেহ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের পাশের একটি বাগানে কাঁচা পাটের উপর তার লাশ পাওয়া যায়। সে নিধিখোলা গ্রামের মোঃ নাজমুল শেখের ছেলে। তার বয়স ১২ বছর।