সংসদ নির্বাচন: নড়াইলের কুড়িডোব বস্তিবাসীর ভাবনা!
মাসুম জব্বারী, প্রতিনিধি, নড়াইলকন্ঠ : এ বারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সর্বস্তরের মানুষের মনে চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা, আশা-প্রত্যাশা। এর থেকে পিছিয়ে নেই নড়াইল কুড়িডোব মাঠের উত্তর ও দক্ষিন প্রান্তে বসবাসরত শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরাও।