• 08 Sep, 2024

শরীয়তপুরে বিকল্পধারার আমিনুল ইসলাম বুলু সহ ২০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা: ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শরীয়তপুরে বিকল্পধারার আমিনুল ইসলাম বুলু সহ ২০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা: ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শরীয়তপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলার মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে।

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে রবিবার (৩ ডিসেম্বর ২০২৩) সকাল ১০টায় শরীয়তপুর-১ আসন, বেলা ১১টায় শরীয়তপুর-২ আসন এবং দুপুর ১২টায় শরীয়তপুর-৩ আসনের জন্য জমাকৃত মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাই কার্যক্রমে শরীয়তপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা, শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। শরীয়তপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬ জন, যার মধ্যে বৈধ ঘোষণা হয়েছে ৫ জন। শরীয়তপুর-২ আসনে মোট মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১১ জন, যার মধ্যে বৈধ ঘোষিত হয় ১০ জন ও শরীয়তপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ৫ জন প্রার্থী, যার মধ্যে বৈধ ঘোষিত হয়েছে ৫ জনই। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল জাতীয় পার্টি সহ মনোনয়নপত্র জমা দেয়া অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। মনোনয়ন জমা দেয়া ২২ প্রার্থীর মধ্যে ২০ জনের বৈধ হয়েছে এবং ২ জনের বাতিল হয়েছে। বাতিল হওয়া স্বতন্ত্র প্রর্থীদের চলতি মাসের ৯ তারিখের মধ্যে নির্বাচন কমিশনে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে জানান জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ। এদিকে স্বতন্ত্র প্রার্থী ডাঃ খালেদ শওকত আলী কারো নাম প্রকাশ না করে বলেন, নির্বাচনে ভয় পেয়েছে বলে তার সাথে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়পত্র বৈধ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়ী হবেন তিনি। তার প্রচার প্রচারণা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, শরীয়তপুর জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ ইকবাল হোসেন অপু, জাতীয় পার্টির মাসুদুর রহমান, জাকের পার্টির দেলোয়ার হোসেন, তৃণমূল বিএনপির বাসার মাদবর, খেলাফত আন্দোলনের মো. আব্দুস সামাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. গোলাম মোস্তফা। শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ একেএম এনামুল হক শামীম, জাতীয় পার্টির ওয়াহিদুর রহমান, জাকের পাটির বাদল কাজী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ফিরোজ মিয়া, গণফ্রন্টের কাজী জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের সৌমিত্র দত্ত, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল হাসান, বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম (বুলু), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাসান, মুক্তিজোটের মো. মনির হোসেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ডেপুটি স্পীকার ও একই আসনের ছয় বারের সাংসদ কর্নেল (অবঃ) শওকত আলীর পূত্র ডা. খালেদ শওকত আলী। শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ) আসন থেকে বিভিন্ন দলের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের বর্তমান সাংসদ নাহিম রাজ্জাক, জাতীয় পার্টির মো. আব্দুল হান্নান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. সিরাজ চৌকিদার, জাকের পার্টির জিয়ারউর রহমান, ইসলামী ঐক্যজোটের মাহদী হাসান।