• 27 Jul, 2024

প্রার্থীদের নিয়ে নাগরিক ভাবনা!

প্রার্থীদের নিয়ে নাগরিক ভাবনা!

জেলা পরিষদ নির্বাচনের আর মাত্র দুইদিন বাকি।

নিজস্ব প্রতিবেদক: জেলা পরিষদ নির্বাচনের আর মাত্র দুইদিন বাকি।নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে ৩জন চেয়ারম্যান প্রার্থি হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।এরমধ্যে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস আনারস প্রতীক এবং অপর দুইজন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু মটরসাইকেল  সুলতান মাহমুদ বিপ্লব চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

image-51.jpeg

এদিকে গত ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিনে ডিসি হলরুমে একপক্ষের সমর্থকরা অপরপক্ষের সমর্থকদের ওপরহামলামারপিট  সরকারি সম্পাদ ভাঙ্গচুর প্রত্যক্ষদর্শি  সোস্যাল মিডিয়া সূত্রে জানা যায়।যা তাৎক্ষণিক সোস্যাল মিডিয়া  বিভিন্ন পত্রপত্রিকায় ভাইরাল হয়।

এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে গত ০৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় ডিসি হলরুমে নির্বাচন আচারণবিধি  আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মতবিনিময় সভায় জেলা রিটার্নিং অফিসারের সামনে আচারণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে প্রার্থীরা এবং অমার্জিত ভাষায় থ্রেট করে এক প্রার্থী অন্য প্রার্থীকে।

এসব ঘটনা নিয়ে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনজেলা রির্টাানিং অফিসারের বরাবর আবেদনও করেছেন বলে জানাগেছে।

এরপরও আনন্দ উৎসবমুখর পরিবেশের মধ্যে জেলা পরিষদ নির্বাচন নিয়ে নড়াইলে সর্বত্র আলোচনার জোয়ার বইছেআলোচিত হচ্ছে কে কত ভোটে এগিয়ে রয়েছেনকে কত ভোটে পিছিয়ে রয়েছেনএসব বায়বীয় আলোচনা প্রতিটি টি স্টোলেবন্ধু-বান্ধবদের আড্ডায় হচ্ছে।

ভোটার  সাধারণ নাগরিকদের মতে স্বতন্ত্র প্রার্থী  দলীয় সমর্থিত প্রার্থীর মধ্যে হাডাহাডি ভোটযুদ্ধ চলছে।এমন কথাও প্রকাশ করছেন কেউ হয়তোবা ভোটে এগিয়ে রয়েছেনআবার কেউ ভোটে নিচে অবস্থান করছেন।তবে নির্ভর করছে ১৫  ১৬ অক্টোবরের মধ্যে যে ১০ভোট বেশি কভার করতে পারবেন তিনি হতে পারেন ভাগ্যবান এবার জেলা পরিষদের চেয়ারম্যান।নাম না প্রকাশে এমন অনেকেই বলছেন নির্বাচন ফেয়ার হলে ভোটের পার্থক্য উল্টাপিরামিডে গিয়েও দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে ভোটের ব্যবধান দাঁড়াতে পারে ৭০%-৩০%।এখন সময় বলে দেবে কে সেই ভাগ্যবান ব্যক্তি!

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানাগেছেনড়াইলে ৩টি স্থানে ৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ইসি সরাসরি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করবেন। ভোটকেন্দ্র সমূহ হলো নড়াইল জেলা শিল্পকলা একাডেমীতে ২টি কেন্দ্রলোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তন  কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ১টি করে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছেজেলায় চেয়ারম্যান পদে ৩জনসাধারণ সদস্য পদে ১২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। নড়াইল জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৫২ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। ইভিএমএর মাধ্যমে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।