বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ব্লকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়।
এ সময় তিনি বলেন, এ কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এক সাথে ফসল রোপন ও একসাথে ফসল কর্তন সবকিছু যন্ত্রের মাধ্যমে সম্পূর্ন করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ থেকে যাবতীয় বীজ সার ও কারিগরি সহযোগীতা দেয়া হবে যাতে কৃষকগণ ভবিষ্যতেও কৃষিতে যন্ত্রের ব্যবহারে উৎসাহিত হয় এবং কৃষি নির্ভর বাংলাদেশ গঠন স্মার্ট কৃষিতে পদার্পন করে এবং দেশ কৃষিতে সমৃদ্ধশালী হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: জিয়াউর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো: মনিরুজ্জামান রোজসহ কৃষকরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারি কৃষি অফিসার শাকিল আহমেদ।