স্টাফ রিপোর্টার ॥নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।অপর দিকে দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে লড়তে মাঠে নেমেছেন সাবেক লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু। মাঠ ছাড়তে নারাজ তিনি।
গত রাতে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস নড়াইল ক্লাবে সুধি মহলে মিষ্টিমুখ করিয়েছেন এবং দোয়া চেয়েছেন।সকলের সহযোগিতা পেলে এবার তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে নড়াইলের অসমাপ্ত কাজ করে দেবেন কথা দেন।
অপর দিকে সৈয়দ ফয়জুল আমির লিটু নড়াইলকণ্ঠকে জনান, আমি ইতিমধ্যে জেলার সকল স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি তারা আমার জন্য কাজ করবেন এবং ভোটও দিবেন।আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সকল ধরণের প্রস্তুতিগ্রহণ করছি।নিরেপক্ষ নির্বাচন হলে বিজয়ী হবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
এদিকে গত ৩/৪দিন বিভিন্ন ইউনিয়নে ঘুরে জানা গেছে দলীয় মনোনয়ন যেই পাক এবার ভোট হবে খুবই জটিল।নাম না প্রকাশের এমন একাধিক ব্যক্তি ও সূত্র হতে জানাগেছে গত ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচনে নানান খেলা দেখেছি, আমাদেরকে হয়রানি করা হয়েছে নানাভাবে, এবার ভোট হবে নিজেদের মতে, কারোর দয়ায় বা পরামর্শে ভোট দিবো না। যাকে আমরা প্রয়োজনে পাশে পেয়ে আসছি সারা বছর তার বাইরে যাবো না।তাহলে নড়াইলে আওয়ামী লীগের রাজনীতির সমীকরণ কি হতে চলেছে?
উল্লেখ্য, এবার স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হতে হবে চেয়ারম্যানকে।অর্থাৎ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এ জেলায় মোট ভোট রয়েছে ৫৫৫টি।ভোট হবে ১৭ অক্টোবর ৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধিতে।
আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।