• 12 Feb, 2025

নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত গ্রেফতার

নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে সদরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ক্ষুদ্রঅস্ত্রসহ পাঁচ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে নড়াইল সদর থানার এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারা হলেন- নড়াইলের নড়াগাতী থানার খামার গ্রামের হাবি মোল্যার ছেলে মুরাদ মোল্যা (২৮), খুলনা জেলার কয়রা থানার গোলখালী গ্রামের মহর আলী সরদারের ছেলে আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হর্ণি কোরলিয়া গ্রামের আবদুল অহেদ খানের ছেলে মো: সবুজ , খুলনার খালিশপুরের মো: সাঈদেও ছেলে মো: শুভ (২৪) এবং বরিশালের বাকেরগঞ্জ থানারকলশকাঠি গ্রামের কালাম মোল্যার ছেলে মোঃ আবু সাঈদ মোল্যা (২৫)।

এ সময় টহলরত টিমের সাথে ছিলেন এসআই বিজন কুমার সরকার, এএসআই এসকেন্দার মোল্যা, এএসআই মোঃ আসলাম উদ্দিন , এএসআই মোঃ মারুফ আহম্মেদ, কনেস্টবল মোঃ নাজমুল ইসলাম।

নড়াইল সদর থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, নড়াইলের নড়াগাতী থানার খামার গ্রামের হাবি মোল্যার ছেলে মুরাদ মোল্যার নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এরা সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে নড়াইলসহ দেশের বিভিন্ন এলাকায় এই চক্রটি ডাকাতি করে আসছিলো। গ্রেফতারকৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে।