• 25 Mar, 2025

নড়াইলে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা

নড়াইলে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানে নড়াইলের ক্রেতা সাধারণের মনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিনা লাভের ও ন্যায্য মূল্যের দোকান (ক্রয়কৃত দামে পণ্য বিক্রি) চালু করেছে। এ দোকানে ডিম, আলু, বেগুন, পেঁয়াজ ও রসুন এ কয়টি পণ্য দিয়ে দোকানটি করা হয়েছে। প্রতি পিচ ডিম ১০.৩০ টাকা, প্রতি কেজি আলু ১৬ টাকা, প্রতি কেজি বেগুন ৫৫ টাকা, পিয়াজ প্রতি কেজি ৩৫ টাকা, রসুন প্রতি কেজি ৭০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে বিনা লাভের দোকানটি উদ্বোধন করেছেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তিনি বলেন, এই মহতি উদ্যোগের জন্য মাহে রমজানে সাধারণ ক্রেতা-ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে।

03-18.jpgএ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর, জেলা ক্যাবের সেক্রেটারী ও টাস্কফোর্স টিমের সদস্য কাজী হাফিজুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো: হাসিবুর রহমান, সদস্য সচিব শাফায়েত, যুগ্ম সদস্য সচিব ও টাস্কফোর্স টিমের সদস্য মো: শুভ মোল্যা, যুগ্ম সদস্য সচিব ও টাস্কফোর্স টিমের সদস্য নওয়াব মোল্যা, সদস্য নাইম, শাহারুল, সাদাব, আমিরুল, মেহেদী সাকিবুল, ক্যাব সদস্য স্বপ্না রানী রায়, ক্যাব সদস্য কোহিনূর আক্তার, ক্যাব সদস্য সাংবাদিক শরিফুল ইসলাম বাবলু, ক্যাব সদস্য ফাহমিদা ফাইজা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা টাস্কফোর্স টিম ও কনজুমারস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব নড়াইল জেলা শাখার উদ্যোগে এই বিনা লাভের দোকানটি পরিচালিত হচ্ছে।

ভওয়াখালী গ্রাম সহ কয়েকজন ক্রেতা জানান, এই বিনা লাভের দোকান থেকে ন্যায্য মূল্যে পণ্যে কিনতে পেরে আমরা ভিষন খুশি। খোলা বাজারে বেগুন ৬০-৭০ টাকা, রসুন ৮০-৯০ টাকা, পিয়াজ ৪০-৪৫ টাকা, আলু ২০ টাকা, ডিম প্রতি পিচ বিক্রি হচ্ছে ১১-১২ টাকা, অথচ এই দোকান থেকে আমরা বেগুন ৫৫ টাকা, আলু ১৬ টাকা, ডিম প্রতি পিচ সাড়ে ১০ টাকা, পিয়াজ ৩৫ টাকা, রসুন ৭০ টাকা কিনতে পেরে খুব ভালো লাগতেছে।

দোকানটি পরিচালনায় রয়েছেন হাসিব, শুভ মোল্যা, নওয়াব মোল্যা, শাহারুল, ফাহমিদা ফাইজা ও ১জন ক্যাব সদস্য এ ১ জন সাংবাদিক প্রতিনিধি।