• 21 Sep, 2024

নড়াইল জেলা পাবলিক লাইব্রেরীর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নড়াইল জেলা পাবলিক লাইব্রেরীর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

৩য়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট কাজী বশিরুল হক।

উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলা পাবলিক লাইব্রেরীর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (০২ ডিসেম্বর) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অ্যাডভোকেট কাজী বশিরুল হক তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সৈয়দ হোসেন আলী জনি পেয়েছেন ২০৯ ভোট ও জিয়াউর রহমান জামী পেয়েছেন ৪৬ ভোট।

সহ-সভাপতি পদে মোঃ বদরুল আলম লিংকন ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী খন্দকার আলিউল মাসুদ কোটন পেয়েছে ২৮৬ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ সরাফ উদ্দিন পিকলু ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী সৈয়দ হুমায়ুন কবীর পেয়েছেন ২২৪ ভোট। মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

এর আগে সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান, কাজী এহসানুল হক সেতু, মোঃ খায়রুজ্জামান, মোঃ ফিরোজ খান, মোঃ ফিরোজ শেখ, মাওলানা তৈয়েব্যুর রহমান ও এ্যাডভোকেট মোঃ মিশকাতুর রহমান সজিব। 

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ^াস। নড়াইল জেলা প্রশাসক পদাধিকার বলে লাইব্রেরীর সভাপতির দায়িত্ব পালন করে থাকেন।

এদিকে ফলাফল ঘোষণার পর বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা বরণ করে নেন ভোটারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।