• 15 Jun, 2024

মাশরাফীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দলীয় নেতৃবৃন্দ

মাশরাফীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দলীয় নেতৃবৃন্দ

নড়াইল-২ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাশরাফি বিন মর্তুজার পক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন দলীয় নেতৃবৃন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীলের কাছ থেকে সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের নেতৃত্বে মনোনয়ন পত্র সংগ্রহ করেন দলীয় নেতৃবৃন্দ।

এসময় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন,  জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলনম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইফসুফ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল বিশ্বাস, নারীনেত্রী অ্যাডভোকেট রমা রায়, নানজনীন সুলতানা রোজি, জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজ খান মিলন, খোকন কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজাসহ ২১জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। রোববার বিকালে মাশরাফি বিন মর্তুজাকে দ্বিয়বারের মত দলীয় মনোনয়ন দেয়া হয়।