নারী পুলিশ তারই অংশ।প্রত্যেকটা ক্ষেত্রে নারী পুলিশের অবদান আছে। আইন - শৃঙ্খলা , উন্নয়ন কাজসহ সর্বত্রই নারী পুলিশের ছোয়া আছে ’ । ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসব কথা বলেছেন নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
তিনি আরও বলেন , এ বছর নারী দিবসের প্রতিপাদ্য ‘ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন : জেন্ডার বৈষম্য করবে নিরাসন ’ ।বাংলাদেশ পুলিশ জেন্ডার বৈষম্য নিয়েই কাজ করছে।আমরা জেন্ডার রেসপন্সিভ পুলিশিং প্রতিষ্ঠা করতে কাজ করছি।
পুলিশ সুপার বলেন , ‘ নারীরা তো ইজি এক্সেস আর পুলিশ হচ্ছে জনগণের বন্ধু।নারীর কাছে মানুষ তার মনের কথাটা বলতে পারে ’ ।নারীর জন্য কর্মক্ষেত্র কতটা কঠিন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , ‘ অন্যান্য চাকুরির চেয়ে এ কাজের ধরণটা আমাকে আলাদা করে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে কর্মক্ষেত্র অনেকটাই সহজ। এটা হয়তো আমার আত্মবিশ্বাস ও ইউনিফর্মের কারণে ’ ।
এসময় নারীদেরকে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন , ‘ সবসময় আমি একটা কথা বলি প্রত্যেকটা মেয়েকে আত্মবিশ্বাসী হতে হবে।কারণ যখন আপনি আত্মবিশ্বাসী হবেন আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সবাই যদি আত্মবিশ্বাসী হয় , নিজের মর্যাদাটা বোঝে তাহলে নারীদের সম্মান আরো বাড়বে। আর আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। কোন অন্যায়কে চেপে যাওয়া যাবে না।যাতে করে যারা অন্যায় করছে তারা আইনের আওতায় আসে ’ ।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ দোলন মিয়া , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম , জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রমা রায় , লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়ানমিন ইতি , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ওবায়দুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ , জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ গণ্যমান্য প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।