বুধবার (১৪ ফেব্রুয়ারি) মহামান্য রাষ্ট্রপ্রতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব কানিজ ফাতেমা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা জনাব মোঃ আজগর আলীকে তার একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
এর আগে মোঃ আজগর আলী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বর্তমানে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
মোঃ আজগর আলী ৩৪ তম বিসিএস ক্যাডারে জনপ্রশাসন বিভাগে চাকুরি জীবন শুরু করেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সন্তান।