• 12 Oct, 2024

হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ কোর্সে নড়াইলে অনিয়মের অভিযোগ

হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ কোর্সে নড়াইলে অনিয়মের অভিযোগ

নড়াইলে ‘হার পাওয়ার’ প্রকল্পের বাস্তাবায়নকারি ভ্যান্ডার প্রতিষ্ঠান চালডাল.কম-এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস না নেয়া, অনলাইনে পাশ-ফেল বিষয় নিয়ে প্রশিক্ষণর্থীদের নানা ধরনের হুমকি-ধামকি দেয়া, ক্লাস করেনি এমন ৫জনের নামে সার্টিফিকেট ও ল্যাপটপ ইস্যু করার তথ্য ফাঁস হওয়ায় ইত্যাদি।

স্টাফ রিপোর্টার ॥ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদের প্রশাসকের সভাকক্ষে ‘হার পাওয়ার’ প্রকল্পের ভ্যান্ডার সংস্থা চালডাল.কম-এর সহযোগিতায় প্রশিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ শেষে উপজেলার নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এসব অভিযোগের বিষয়টি সাংবাদিকদের জানান, ‘হার পাওয়ার’ প্রকল্পের প্রশিক্ষণার্থী বাছাই মনিটরিং কমিটির সভাপতি আমি নিজে এবং সদস্য সচিব আমার অফিসের আইসিটি বিভাগের এপিআই জয়ন্ত মন্ডল। অথচ এই প্রকল্পের বাজেট কতো, কি ক্লাস নেয়া হচ্ছে, প্রশিক্ষণার্থীদের সম্মানী বা যাতায়াত কতো তার কোন কিছুই আমাদের জানানো হয়না। যারা এই প্রশিক্ষণটি বাস্তবায়র করছেন তাদের কাউকে ৬ মাসের মধ্যে কোন খোঁজ-খবর নেই, হঠাৎ আজ এসে একটি ব্যানার দিয়ে ফটোসেশনে দাঁড়িয়েছেন চালডাল.কম নামের প্রতিষ্ঠানের লোকজন।

তিনি আর জানান, ‘এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেই নাই, অনলাইনে পাশ-ফেল বিষয় নিয়ে প্রশিক্ষণর্থীদের নানা ধরনের হুমকি-ধামকি দিয়েছে, ক্লাস করেনি। এমন ৫ জন শিক্ষার্থী ক্লাস করেনি তাদের নামে সার্টিফিকেট ও ল্যাপটপ ইস্যু করা হয় যা আমি স্থগিত করেছি।’    

news02.jpgপ্রশিক্ষক জান্নাতি ফেরদৌস বলেন, ‘ওমেন ই-কামার্স’এর এই প্রশিক্ষণ কোর্স মূলত: ৬মাসের। গত মে মাসে ২৫ জন প্রশিক্ষার্থীদের নিয়ে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়। নিয়মাযায়ি ৫ মাসের মাথায় প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ দেয়ার কথা। আজকে ২০ জনের মাঝে সদরের ইউএন সাহেব ল্যাপটপ বিতরণ করেছেন, বাকি ৫জন প্রশিক্ষার্থী ল্যাপটপ পাবে কিনা তা আমার জানা নেই।’   

‘হার পাওয়ার’ প্রকল্পের প্রশিক্ষণার্থী বাছাই মনিটরিং কমিটির সদস্য সচিব আইসিটি বিভাগের এপিআই জয়ন্ত মন্ডল জানান, এখানে আমরা শুধু প্রশিক্ষণার্থী বাছাইয়ের কাজ করি। এখানে আমাদের অন্য কোন কর্তৃত্ব নেই। যা করার প্রকল্প অফিস থেকে যে ভ্যান্ডার প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে তরাই করেন।

চালডাল.কম প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার শাদ্ ইবনে মোহাম্মদ বলেন, আমরা কোন দুর্নীতি বা অনিয়ম করি নাই। ই-কমার্সে নিয়মিত শিক্ষার্থীরা ক্লাস করেছে। তবে এর আগে কোন প্রতিষ্ঠান অনিয়ম করেছে কিনা তা আমাদের জানা নেই।  

উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার নির্বাহী অফিসার রিপন বিশ্বাস নারী উদ্যোক্তাদের মাঝে ২০টি ল্যাপটপ বিতরণ করেন।    

উল্লেখ্য, এ বছরের মার্চ মাসের ১১ তারিখে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় নড়াইলের তিনটি উপজেলা থেকে মোট ২৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। ওই সময় প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণে সহায়তা করেছিলো (ভ্যান্ডার প্রতিষ্ঠান) প্রাইমারি ইনফোটেক লিমিটেড ও সিমেক সিস্টেম লিমিটেড।